#কাব্যগ্রন্থ_সত্তার_আত্মচিৎকার
#শাওন_মল্লিক
মৃত মানুষের সত্তা এক সময় আর্তচিৎকার করে উঠবে….
তোমায় কাছে ডাকবে…
কিন্তু সাবধান!
তার ধারে কাছে ঘেষা মানে…
সমস্ত পাপের আখড়ার দিকে এগোনো…
আর ভুলে যদি চামড়া খসে পড়ে…
তাইলেতো কেলেংকারি….!
দুর্গন্ধে স্নায়ু টান খেয়ে…
মাটিতে নেতিয়ে পড়বে তোমার দেহ…❤️
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1