Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

মা আমার সাধ না মিটিল

মা আমার সাধ না মিটিল
Maa Amar Sadh Na Mitilo
যোগিয়া-একতাল ১২ মাত্রা
কথা: অতুল কৃষ্ণ মিত্র
সুর: অজ্ঞাত
কণ্ঠ: পান্নালাল ভট্টাচার্য
[(মা) আমার সাধ না মিটিল
আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা]-২
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিল
আশা না পুরিল
[পৃথিবীর কেউ ভালো তো বাসেনা,
এ পৃথিবী ভালোবাসিতে জানেনা]-২
যেথা আছে শুধু ভালোবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলি ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিল
আশা না পুরিল
[বড় দাগা পেয়ে বাসনা ত্যাজেছি,
বড় জ্বালা স’য়ে কামনা ভুলেছি]-২
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙ্গে যায় মা
সকলি ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিল
আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা
জনমের শোধ ডাকিগো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা
আমার সাধ না মিটিল
আশা না পুরিল
সকলি ফুরায়ে যায় মা।

ma amar sadh na mitilo asha na purilo song lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0