In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

আকাঙ্ক্ষার ঝড় -শঙ্খ ঘোষ

এপার-ওপার-করা নিঃঝুম নির্জনতায়
তুমি তুলে ধরো তোমার
অন্ধকার সন্ধ্যার অজস্র নিঃসঙ্গ হাওয়ায় মেঘের মতো ঠাণ্ডা, চাদের মতো বিবর্ণ প্রকাও আকাশের দিকে।
শাদা পাণ্ডুর মুখ
দূর দেশ থেকে আমি কেঁপে উঠছি
আকাঙ্ক্ষার অসহ্য আক্ষেপে—
তোমার মুখের শাদা পাথর ঘিরে কাপছে
আর্তনাদের প্রার্থনার অস্ত্র আঙুলের মতো ক্ষীণ গুচ্ছ চূর্ণ কেশদাম “অন্ধকার হাওয়ায়
মেঘে মেঘে আকাশের ভারি কোন পুঞ্জ হয়ে ওঠে, তারই মধ্যে ইচ্ছের বিদ্যুৎ ঝিলকিয়ে যায় তীব্র জোরে বারংবার প্রচণ্ড আবেগে ফেটে পড়তে-চাওয়া ভালোবাসার দুরস্ত ঢেউ অস্থির ক’রে তোলে অন্ধকারের নিঃসীম ব্যবধান
মগ্ন স্থির মাটির ঘন কান্তি ।
তুমি তুলে ধরো তোমার
মেঘের মতো ঠাণ্ডা, চাদের মতো নিবর্ণ মুখ
কেঁদে কেঁদে ক্লান্ত চুপ মাটির ঢেউয়ের মতো স্তন
সেই বিক্ষুব্ধ প্রকাণ্ড আকাশের দিকে—
প্রার্থনায় অবসহ ব্যাকুল বিদীর্ণ দীর্ঘ প্রত্যাশার হাত নিঃসীম নিঃসঙ্গ হাওয়ায় অজস্র স্বরের বাজন।
আর তাই ঘিরে অন্ধকার, গুঁড়ি গুঁড়ি চুল,

ক্রমশ প্রস্তুত সৃষ্টি, যেন
ভীষণ মধুর লগ্নে দুঃসহ বজ্র হয়ে ভেঙে পড়ে তার আকাঙ্ক্ষার মেঘ তোমার উদ্ধত উৎসুক প্রসারিত বিদীর্ণ বুকের মাঝখানে
মিলনের সম্পূর্ণ মায়ায়—
তার পর, ভিজে এলোমেলো ভাঙা পৃথিবীর আবর্জনা সরিয়ে সুন্দর, ঠাণ্ডা, মমতাময়ী সকাল।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0