Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

দিশেহারা তুই আর আমি মিলে দুইদিশেহারা তুই

Lyrics:

দিশেহারা তুই
আর আমি মিলে দুই
আমার নীলাকাশ
ছিড়ে উড়ে গেলি তুই।

আমার বোকা অভিমান
তাসে হেরে যাওয়া দান
তোর পুরনো কাগজে
আমি মাথা গুজে শুই।

তুই আর একটু আনমনে থাক
উড়ে যাক তোর কবিতা মাখা চুল।
এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায়, বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়।
আমি অলস তাই পিছে পড়ে রই।

Dishehara Tui (দিশেহারা তুই) Lyrics | Shuvro

dishehara tui r ami mile dui lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply