দরজার ওপাশে কে?
কেন তুমি ঘোর বরষার
বৃষ্টিতে ভিজে হও ফুল?
আর কলংক মুছে ফেলে চাঁদ!
খুন হয়ে যাও প্রিয় নদী
শবদেহ ভেসে চলে যায়,
ডুবোচরে আটকানো খেয়া,
তাই চোখের নদীতে বাড়ে জল।
আমারো তো প্রিয় ছিল ফুল,
নদী-পাখি কিষানীর হাসি,
চেনা কিশোরীর হাতে জবা।
ভাঙা আয়নায় আকাশের ছবি।
জানালার ওপাশের কালো
কেন তুমি এই জোছনায়
প্রেতেরই মতন করে হাসো?
ভয়ের প্রদীপে জ্বালো আলো!
খুন হয়ে যাও কুঁড়েঘর,
বৃক্ষের চোরাকারবার।
ফূটপাথে চকে আঁকি দেহ,
আসবাবে পাতি কান, শুনি গান।
তোমারোতো প্রিয় লাল ঘুড়ি,
বাতিঘরে রাতজাগা প্যাঁচা,
টাকমাথা কাকতাড়ুয়ার
হাতে কাক বসে থাকে আজীবন।
দরজার ওপাশে কে?
কেন তুমি ঘোর বরষার
বৃষ্টিতে ভিজে হও ফুল?
আর কলংক মুছে ফেলে চাঁদ।
দরজার ওপাশে কে?
মুয়ীয মাহফুজ
দরজার ওপাশে কে | Dorjar Opashe Ke – Muiz Mahfuz