Life is what happens when you’re busy making other plans.

— John Lennon

জানোনা রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে।।

জানোনা রে ও ভ্রান্ত মন,
কিসে কৃষ্ণ ভজন হবে।।
যার সনে নাই প্রেম পিরিতি,
তার পূজায় কি মন বসিবে।।
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন।
যাহার বদন দেখা মাত্র
প্রাণে পেলে আনন্দ
বুকে নিয়ে ভাবো তারে
এইতো আমার গোবিন্দ
যাহার বদন দেখা মাত্র
প্রাণে পেলে আনন্দ
তারে বুকে নিয়ে ভাবো
এইতো আমার গোবিন্দ।
দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ,
করিও গোবিন্দর সঙ্গ।।
উথলিবে প্রেম তরঙ্গ,
তাপিত পরান জুড়াইবে।
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন।
প্রেম সোহাগে কাছে নিও,
প্রিয়া কিংবা প্রিয়জন,
প্রানবল্লভ গোবিন্দ জ্ঞানে,
দিও তারে আলিঙ্গন।।
মুখে যাহা মিঠা লাগে
সঁপে দিও তাহার ভোগে
তোমার মুখে যাহা মিঠা লাগে
সঁপে দিও তাহার ভোগে।
পরান কান্দে যাহার লেগে,
তার রুপে ডুবে থাকিও।।
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন।
সবার চেয়ে গোপন তত্ত্ব,
যার সনে আদান-প্রদান,
তার প্রতিমা পূজা করতে,
লাগবে না রে বেদ-বিধান।।
পঞ্চরস একাত্র করা
প্রেম পিরিতের হাড়িতে ভরা
আছে পঞ্চরস একাত্র করা
প্রেম পিরিতের হাড়িতে ভরা।
রাধাবল্লভ বলে পেল যারা
ভবের মরা মরছে ভবে
বল্লভ বলে পেল যারা
ভবের মরা মরছে ভবে।
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন।
যার সনে নাই প্রেম পিরিতি,
তার পূজায় কি মন বসিবে।।
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন
কিসে কৃষ্ণ ভজন হবে
জানোনা রে ও ভ্রান্ত মন।
কথা-রাধাবল্লভ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply