Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

ওরে দেখে যারে তুই রাতের নিরবতা

ওরে দেখে যারে তুই রাতের নিরবতা
ওরে দেখে যারে তুই ব্যস্ত পুর্নিমা
শুধু পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমকে দেখে যা

নিস্তেজ হয়ে পরা দেহের শিরাগুলো
চিৎকার দিয়ে বলে আমাকে দেখে যা
বিবর্ন মন যেন বিশাদেরই ঠিকানা
দৃষ্টি যেন ছবিহীন কাফন সাদা

তবু পুরোনো কোন কবিতার মাঝে খুজে সে
কম্পিত চেনা সেই প্রিয়ার আদর
পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমাকে দেখে যা

কাঙ্খিত প্রেম হয়েছে আজ যন্ত্রনা
স্বপ্ন রাশি হয়েছে সব গৃহ হারা
মুগ্ধতাহীন বেদনারী বালুচর
বেঁচে থাকা হয়েছে আজ নির্বাসন
পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমাকে দেখে যা

ore dekhe jare tui lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply