মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালবাসেন না৷ -4:148

— পবিত্র কোরআন

অনুভূতিচক্র

অনুভূতিচক্র । Onuvuti Chokro – Ojantrik (Official Video)

হয়তোবা তুমি আমি
ভেসে গেছি ভিন্ন স্রোতে
মুখোমুখি হবো ঠিকই আবারও বৃত্তেরই আড়ালে

অভিযোগ থাকবে না কোন
সে অপরিণত ক্ষণে
যদি পারো হারাতে আমার গভীর থেকে গভীরতরে

হয়তোবা জেগে আছো
এড়িয়ে স্বপ্নটাকে
যেখানে মৃত আমি আমার ছায়া জড়িয়ে তোমাকে

অধিকার থাকবে না কোন
দুঃখ পাচারের রাতে
প্রতিবাদ করলে যাবে হারিয়ে কোন চিহ্ন না রেখে

আজো ঘিরে অচেনা অজানা জটিলতার
মাঝারে আনাগোনা স্বাভাবিকতা ছাড়া
হতে পারে অযথা তোমায় ভেবে আলাদা
অন্য কোন পৃথিবীর ঘোরে হারিয়ে থাকা

অনুভূতির অগোছালো ইশারাতে
আমি অন্ধ পথিক
তুমি ছিলে আছো আবারো নেই
এমনই ঘোলাটে দৃশ্যপটে

Song: Onuvuti Chokro Lyric & Tune: Subrata Composition: Ojantrik Record, Mixing and Mastering: Shafiq (Noizemine) Graphics: Rahat 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply