Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

তুমি সুতোয় বেধেঁছ শাপলার ফুল

তুমি সুতোয় বেধেঁছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেধেছি, মরণ বেধেছি
ভালবেসে সারাক্ষন, ভালবেসে সারাক্ষন।।
তুমি কেন এত ভয় ভয় কর
আস না আমার আছে
তুমি তো জাননা কত কথা
এই অন্তরে জমা আছে, অন্তরে জমা আছে।
সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি
আসি না তোমার কাছে
নিন্দুকেরই কলংক হার
পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে
আমি তোমার জন্য
সয়ে যাব শত নিন্দারই দংশন, নিন্দারই দংশন।।
তুমি আর আমি কাহিনী হব
বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি রব
হাজার বছর ধরে, হাজার বছর ধরে
দুটি হৃদয়ে বয়ে যাবে নদী
কত না উজান ভাটি
আকাশে বাতাসে ধ্বনিত হবে
এই প্রেম চির খাটি, এই প্রেম চির খাটি
আমি তোমাকে হারালে
আবিরাম হবে দুচোখে বরষা, দুচোখে বরষা।।

গান: তুমি সুতোয় বেধেঁছ শাপলার ফুল
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: অজ্ঞাত
গেয়েছেন: সুবীর নন্দী ও অনুপমা মুক্তি
সিনেমা: হাজার বছর ধরে
Song: Tumi Sutoy Bedhechho
Lyrics: Gazi Mazharul Anwar
Tuner: #Unknown
Singer: Subir Nondi & Anupoma Mukti
Film: Hajar Bosor dhore

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply