n the end, it’s not the years in your life that count. It’s the life in your years

— Abraham Lincoln

আকাশজোড়া মেরুন আলোয় রাঙিয়ে রাখা মেঘ

Metrolife | Shondha | Official Music Video

Lyrics:
আকাশজোড়া মেরুন আলোয় রাঙিয়ে রাখা মেঘ,
ভেসে আসে নীরবে তার লুকানো আবেগ।
তীব্রভাবে মেশে আমার বিকেলবেলার গানে,
শহরমুখী পায়ের ধুলায় হারায় অভিমানে।
যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন
তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন!

শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোন খামে
বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে!
চলতি পথিক মফস্বলের নিয়ন আলোয় থামে,
ঝাপসা মলিন দু’চোখ জুড়ে অগ্রহায়ণ নামে!

উড়তি জোনাক আলোর মিছিল জ্বালায় করিডোরে,
আমি তখন ভ্রান্ত শামুক, পিছিয়ে বহুদূরে।
এই শহরের অলিগলি, নিত্য আসা যাওয়া
ধাঁধায় ফেলে ভিনদেশী কোন অবাক মাতাল হাওয়া!

Metrolife | Shondha | Official Music Video

Title: Shondha (সন্ধ্যা)
Band: Metrolife
Album: Diprohor (দ্বিপ্রহর)
Lyrics: Mehedi Hasan Ayon
Tune and Composition: Mehedi Hasan Ayon, Zunaed Hossain Niloy, Eshan Dhrubo
Vocal: Mehedi Hasan Ayon
Guitars: Zunaed Hossain Niloy, Eshan Dhrubo
Bass: Moniruzzaman Maruf
Drums: Shovon Ashraf

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply