তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে

— মহাদেব সাহা

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো

গীতিকার :গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়

জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।
এখনো কাছে আছি
তাই তো বোঝো না
আমি যে তোমার কত প্রিয়।।
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায়
আমার এ অপরাধ
পারো তো ক্ষমা করে নিও।
যেদিন চিরতরে হারায়ে যাব
আমি ভাঙিবে ভুল তব
তোমারে পাব আমি।
সেদিন ডাকো যদি এ নাম ধরে হায়
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়
তবুও আমায় পাবে না খুঁজে আর
বিরহী হব জানি বরণীয়।
Music
SONG
Jibane Jadi Deep Jwalate
ARTIST
Satinath Mukherjee
ALBUM
” Mon Jete Nahi Chaay “

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply