Never let the fear of striking out keep you from playing the game.

— Babe Ruth

আজ মনে হয় এই নিরালায়

গীতিকার : পুলক বন্দপাধ্যায়
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়.
🎤সতীনাথ মুখোপাধ্যায়

আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
কে যেন বলে গো আমায়
আজ পৃথিবীতে নাই ব্যথা নাই
সে শুধু তুমি ওগো এত কাছে আছ তাই
কে যেন বলে গো আমায়
আজ পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো এত কাছে আছ তাই
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
এত যে সুরভি ছড়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনে
নিজেরে হারাই সুরের মায়ায়
Music
SONG
Aaj Mone Hoi Ei Niralay
ARTIST
Satinath Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply