Patience is the key to joy.

আমার নতুন গানের জন্মতিথি এলো

গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার : রাজেন সরকার
🎤 হেমন্ত মুখোপাধ্যায়

আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো, বীণা বাজো
তুমি কথার মালা কণ্ঠে নিয়ে সাজো
বাঁশি বাজো, বীণা বাজো
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো, বীণা বাজো
আমায় আরও অনেক ভালোবেসে
স্বপ্ন তুমি দাঁড়াও কাছে এসে
লেখ নতুন নতুন সুরের স্বরলিপি
লেখনি যা তুমি আজও
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো, বীণা বাজো
ভাবের নেশায় মাতাল হলো
শিল্পী আমার মন
ভালো লাগার রইল নিমন্ত্রণ
সাথী তোমার শুভ আশা আনো
ছন্দ দোলায় আমায় আরও জানো
এসো আমার প্রাণের গানের সভাতলে
নব রাগে তুমি রাজো
আমার নতুন গানের জন্মতিথি এলো
বাঁশি বাজো, বীণা বাজো
Music
SONG
Amar Natun Gaaner Janamatithi lyrics
ARTIST
Hemanta Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply