Patience is the key to joy.

বুঝিনি তো আমি

বুঝিনি তো আমি
Bujhini To Aami
শিল্পী: জগজিৎ সিং
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা
সবচেয়ে দামী।।
সোনা দানা
মোহরের বাঁধনে
আসে না তো
সে যে কারো দখলে।
প্রাসাদ ছেড়ে আমি
পথে তাই নামি।।
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা
সবচেয়ে দামী।।
সবকিছু
অধিকারে আসে না
বিনা সুখে
কারো মন হাসে না।
সুখের খোঁজে আমি
যেতে যেতে থামি।।
বুঝিনি তো আমি।।
পৃথিবীতে ভালবাসা
সবচেয়ে দামী।।

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply