Life is a succession of lessons which must be lived to be understood.

— Ralph Waldo Emerson

নাম কামালি পয়সা কামালি

নাম কামালি পয়সা কামালি
Naam Kamali Paisa Kamali
কথা: রতন সাহা
সুর: সুবীর করণজাই
শিল্পী: কুমার শানু
[নাম কামালি পয়সা কামালি]-২
[বদলে গেল তোর ভোল]-২
[শেষের দিনে যাবেরে সঙ্গে
খঞ্জনী আর খোল]-২
[হরিবোল হরিবোল]-৪
[চড়লি রে তুই ফিয়াট গাড়ি,কন্টেসা,মারুতি
বানালি রে নয়া বাংলো করে কেরামতি (ও)]-২
[করলি কত কোর্টকাছারি]-২
কত গন্ডগোল
[শেষের দিনে যাবেরে সঙ্গে
খঞ্জনী আর খোল]-২
[হরিবোল হরিবোল]-৪
[স্যুট বুটেতে সাজলি সাহেব ধুতি পড়ে বাবু
ফাইভ ষ্টারে লাঞ্চ ডিনার হুইস্কি খেয়ে কাবু (ও)]-২
[ব্লাড সুগার,হার্টের ব্যামো]-২
এই হলো সম্বল
[শেষের দিনে যাবেরে সঙ্গে
খঞ্জনী আর খোল]-২
[হরিবোল হরিবোল]-৪
[সোনা দিয়ে মুড়ে দিলি মন্দিরের ওই চূড়া
ভিখারি ওই ভগবান সে পেল না খুদ কুঁড়া (ও)]-২
[মানুষের আশিস না পেলে]-২
কি পেলি পাগল
[শেষের দিনে যাবেরে সঙ্গে
খঞ্জনী আর খোল]-২
[হরিবোল হরিবোল]-৯

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply