You will learn by reading But you will understand with love.

একদিন মাটির ভিতরে

একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে |
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুতো,
সকলি হবে তোমার পর |
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

দেহ তোমার চর্মচর গলে পচে যাবে,
শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে |
মনুড মেরুদন্ড সবি, হবে খন্ড খন্ড,
পরে রবে মাটির উপর |
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ,
সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক |
যেদিন প্রাণ চলে যাবে, সবি পরে রবে,
গায়ে দিবে মার্কিন থান |
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

একদিন মাটির ভিতরে (গান) [Ekdin Matir Bhitore (Song)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply