Live in the sunshine, swim the sea, drink the wild air.

— Ralph Waldo Emerson

অত সহজ নয় মা শ্যামা

–::ভক্তিমূলক সঙ্গীত::–
অত সহজ নয় মা শ্যামা

অত সহজ নয় মা শ্যামা
পালাবি তুই ফাঁকি দিয়ে
আমি যে ধর্ণা দিয়ে বসে আছি
তোর নামের মালা গলায় দিয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

তুই কোথায় যাবি কত দূরে, আমি যাব পিছে ঘুরে ঘুরে | (২)
তোর ধরব স্নেহের আঁচল খানি মা…..
ধরব স্নেহের আঁচল খানি
ছোট্ট দুইটি হাত বাড়িয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

মাগো ! কোটি জন্ম নরক মাঝে
ভুগতে আমি রাজি আছি
যদি আলতা রাঙা পা দুটি তোর
পাই মা বুকের কাছাকাছি |
তাই কোথায় যাবি ফেলে আমায়
মা ………. মা ………মা…….গো……!
তোর পালাবার যে নেই মা উপায়
আমি দাড়ি করে রেখেছি মোর
চেতনাতে দিক সাজিয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

অত সহজ নয় মা শ্যামা (সঙ্গীত) [Oto Sohoj Noi Ma Shyma lyrics(Song)]

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply