অনাবিল আশ্বাসে
হৃদয়ের বন্দরে,
ভীড় করে কতোচেনা মুখ।
হাজার সেই ভীড় ঠেলেই
তোমার ঐ, ঐ দু’টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ।
বার বার আমি তোমার
ঐ ছবি এঁকে যাই,
পরিচিত আঙ্গিনাতে
শুধু তোমাকে দেখে যাই।
তোমার স্মৃতি মনে হলেই
স্বপ্নীল হয় দুটি চোখ,
দেয় আমায় বর্ণালী সুখ।
বার বার আমি তোমারি
গান গেয়ে যাই,
পরিচিত আঙ্গিনাতে
শুধু তোমাকে কাছে চাই।
সূর্যমুখীর মত তোমার আশায়
নিশিদিন থাকি উন্মুখ,
দেয় আমায় বর্ণালী সুখ ।।
Onabil Ashshashe lyrics Tapan Chowdhury
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1