পারফিউম
ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান
যখন গ্রীক মিথোলোজির ডানায়
পাখি হয়ে যায় সুবর্ণ সুবাস
প্রেয়সী, সাইক্লোন তুলে পারফিউম ছড়িয়ে
তাজা নিঃশ্বাস
প্যারেডগ্রাউন্ড জুড়ে নিরবতা, অলস ম্যাগপাই
শীতল ম্যাগনোলিয়া ঝরে অযথাই
এই ঝাঁঝালো সুবাসে.. বিপন্ন বাতাসে.. শূন্য চোখে
জ্বলন্ত বাগান জুড়ে
বিষন্ন গোলাপ ওড়ে
সৌরভে অভিসারে, পোড়ে, ওড়ে
পুড়ে যাওয়া হৃদয়ে পারফিউম।
থিয়েটারে অন্ধকারে
কারফিউ ডাকে প্রিন্টেড ব্যনার
হেরে যাওয়া নিয়ন আলোয়
চেনা মুখ কখনো আভাতার
তবু, তোমার ঠিকানা, আজও অজানা
শীতল সুবাসে ম্যাগনোলিয়া।।
Perfume
While a golden aroma rides the wings of Greek mythology
Becomes a bird
O sweetheart, raise cyclone & take a deep breath
Spray perfume on your heart.
A lazy magpie, hanging out in the silent deserted parade ground
Cold magnolia drops out for nothing
In this strong aroma.. With the calamitous wind.. Having a blank look
Across the burning garden
Sad rose petals are flying
The journey of love with aroma burns, and fades away
Sparkles perfume in the burnt heart.
In the dark side of a theatre hall
The printed banner calls for a curfew
Within the defeated neon light
Known face transforms into an avatar.
In spite of that, your psychology is yet unknown to me
In a cool cologne of magnolia.
Shironamhin – “Perfume lyrics” Music Video