আজ হোক না রং ফ্যাকাশে
তোমার আমার আকাশে
চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাই উঠুক
ফুল ফুটুক নাই না ফুটুক আজ বসন্ত..
হতেও পারে আমাদের এই গান
কেউ রাখবে না মনে ধরে
হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে
হতেও পারে এটাই শুধু ভালবাসার বিশ্বাস
হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস
দিনটা হোকনা যতই মেঘলা
ঘরে থাকবনা পড়ে একলা
চলো বেরিয়ে পড়ি যেদিক দুচোখ যায়
কেউ জানুক নাই বা জানুক
কেউ মানুক নাই বা মানুক
আমি লিখব স্বপ্ন আমার কবিতায়..
যে যা বলে বলুক
গান চলুক নাই বা চলুক
হোকনা সময় যতই ভারাক্রান্ত
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাই বা উঠুক
ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত
AJ HOK NA RONG FEKASE lyrics
Aaj Basanto With Drama – Anjan Dutta
ful futuk na futuk explanation
aaj hok na rong fekashe lyrics in bengali