গঙ্গা আমার মা পদ্মা আমার মা
Ganga Amar Ma Padma Amar Ma
কথা: শিবদাস ব্যানার্জী
সুর ও কণ্ঠ: ভূপেন হাজারিকা
গঙ্গা আমার মা,পদ্মা আমার মা
ও আমার দুই চোখে দুই জলের ধারা-
মেঘনা-যমুনা।
গঙ্গা আমার মা,পদ্মা আমার মা।
একই আকাশ,একই বাতাস-
এক হৃদয়ের একই তো শ্বাস।
[দোয়েল-কোয়েল পাখির ঠোঁটে]-২
একই মূর্ছনা একই মূর্ছনা।
ও আমার দুই চোখে দুই জলের ধারা-
মেঘনা-যমুনা।
গঙ্গা আমার মা,পদ্মা আমার মা।
এপার-ওপার কোন পারে জানিনা
ও আমি সবখানেতে আছি।
গাঙের জলে ভাসিয়ে ডিঙা
ওহ্ আমি পদ্মাতে হই মাঝি।
এপার-ওপার কোন পারে জানিনা-
শঙ্খচিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতেই নাচি।
এপার-ওপার কোন পারে জানিনা।
একই আশা ভালবাসা
কান্নাহাসির একই ভাষা
[দুঃখ সুখের বুকের মাঝে]-২
একই যন্ত্রণা একই যন্ত্রণা।
ও আমার দুই চোখে দুই জলের ধারা-
মেঘনা-যমুনা।
[গঙ্গা আমার মা,পদ্মা আমার মা]-২
গঙ্গা আমার মা পদ্মা আমার মা
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1