Lovers don’t finally meet somewhere, They’re in each other all along.

কষ্ট দিলে কারো মনে

কষ্ট দিলে কারো মনে
Kasto Dile Karo Mone
ছায়াছবি: জন্মদাতা
গীতিকার: গৌতম সুস্মিত
সুরকার: অশোক ভদ্র
কণ্ঠ: সাধনা সরগম
[কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়(হে)]-২
গুণীজনের কথা সেতো আমার কথা নয়
কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়
গুণীজনের কথা সেতো আমার কথা নয়
মানুষ কেন কৃপা যে হয় দিতে ভালোবাসা
যতই কর মেটেনা আর মানুষের আশা
কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়
গুণীজনের কথা সেতো আমার কথা নয়।
এলাম এমন আজব দেশে,আজব মানুষের মন
গোমড়ামুখো মানুষগুলো হয়না কি কারো আপন
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা
এলাম এমন আজব দেশে,আজব মানুষের মন
গোমড়ামুখো মানুষগুলো হয়না কি কারো আপন
[(এরা) রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা]-২
দেখে যে লাগে আমার ভয়
কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়
গুণীজনের কথা সেতো আমার কথা নয়।
[যাদের ভাবি কাছের মানুষ,তারাই ভাবে আমায় পর
নিজের ঘরে আজকে আমি,কেন হলাম যাযাবর]-২
[(কত)স্বপ্ন ছিলো মনে,ডাকবে আপনজনে]-২
ভালোবেসে করবে আমায় জয়
[কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়
গুণীজনের কথা সেতো আমার কথা নয়]-৪

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply