The only real failure in life is not to be true to the best one knows.

— Gautama Buddha

না বলে এসেছি

না বলে এসেছি
Na Bole Esechhi
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুধীন দাশগুপ্ত
শিল্পী: আরতি মুখোপাধ্যায়
[না বলে এসেছি তা বলে ভেবো না,
না বলে বিদায় নেবো
চলে যাই যদি যেন হই নদী,
সাগরে হারিয়ে যাবো]-২
[অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয়নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয়নি সে পথে চলা]-২
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো
চলে যাই যদি যেন হই নদী,
সাগরে হারিয়ে যাবো
না বলে এসেছি তা বলে ভেবো না,
না বলে বিদায় নেবো
চলে যাই যদি যেন হই নদী,
সাগরে হারিয়ে যাবো।
[তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয় নৃত্য করা]-২
[লজ্জা জড়ানো,গন্ধ ছড়িয়ে,
জাগতে পারেনি কুঁড়ি,
লক্ষ মরণে,মরতে চেয়েছি,
সয়নি সে লুকোচুরি]-২
আজ এইক্ষণে বুঝিনি গোপনে
নিজেকে আবার পাবো
চলে যাই যদি যেন হই নদী,
সাগরে হারিয়ে যাবো
না বলে এসেছি তা বলে ভেবো না,
না বলে বিদায় নেবো
চলে যাই যদি যেন হই নদী,
সাগরে হারিয়ে যাবো।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply