Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

যদি প্রশ্ন কর কী আছে আমার

যদি প্রশ্ন কর কী আছে আমার
Jodi Proshno Koro Ki Achey Amar
ছায়াছবি: ভালবাসলেই ঘর বাঁধা যায় না
কথা: জাকির হোসেন রাজু
সুর: আলী আকরাম শুভ
শিল্পী: এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
[যদি প্রশ্ন কর কী আছে আমার?
যদি প্রশ্ন কর কী আছে আমার?
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর]-২
[(ও) পাখি কি আর পাখি থাকে!
না থাকিলে পাখা,
বৃক্ষলতার কি রূপ থাকে
না থাকিলে শাখা]-২
সূর্য ছাড়া চাঁদ পারেনা
ও সূর্য ছাড়া চাঁদ পারেনা
জ্যোৎস্না দিতে তার
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর।
[(ও) সাগর নদী ভালো লাগে
থাকলে তুমি পাশে,
তুমি আছ বলে ফাগুন
রঙে রঙে হাসে]-২
দুনিয়াটাই তোমার আমার
ও দুনিয়াটাই তোমার আমার
প্রেমের পারাবার
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
[যদি প্রশ্ন কর কী আছে আমার]-২
বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর
ও বলব আমি তুমি ছাড়া নেই কিছু আর।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply