নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷

— ইমাম গাজ্জালি

এত যে শোনাই গান

এত যে শোনাই গান
Eto Je Shonai Gaan
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
গায়ক: শৈলেন মুখোপাধ্যায়
[এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া]-২
ফাগুনের কত চিঠি পেয়েছি জীবনে,
পরম লগন আজও হয়নি পাওয়া
এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া।
দু’চোখে শুধুই নামে ঘুমের আবেশ
এখনও পাইনি তবু স্বপ্নের দেশ
প্রবাল দ্বীপের সেই তীর ছুঁয়ে মোর
মনের তরণী আজও হয়নি বাওয়া।
পরম লগন আজও হয়নি পাওয়া
এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া।
[কবে এই ভালো লাগা ভালোবাসা হবে,
রূপের মাধুরী আরো অপরূপ হয়ে রবে]-২
যেদিন চামেলি শুধু রবে না বনে
সুরভি ছড়ায়ে যাবে আমার মনে
সেদিন নয়ন মেলে মনে হবে মোর
কখনো এমন করে হয়নি চাওয়া
পরম লগন আজও হয়নি পাওয়া
এত যে শোনাই গান তবু মনে হয়
যে গান শোনাতে চাই হয়নি গাওয়া।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply