Wear your ego like a loose fitting garment.

— Buddha

মন্থন

নামতে
নামতে
কোথায় নেমে যাচ্ছি তবে?
এত আলো চারিদিকে
আমরা কি আলোর উৎসবে?

কত কত করুণার কলসি
টইটম্বুর সব অমৃতের রসে
অমরত্বের পতাকাও উড়িয়ে দিয়েছে মহাকাশে

এবার মন্থন বেশ ভালো
পাতালে
পাতালে
নররাক্ষসেরাও দেবতার পদবী পাবে!

আমাদের মনুষ্যদিন সভ্যতার আলোয়
ঝিকিমিকি করে
যদিও পূজার অর্ঘ্য রক্তে লাল রঙের বদলে
যদিও গরল সব অমৃতকলসে
যদিও অমরত্ব আঁকা ধ্বংসের পতাকায়

মন্থন চলতে থাকে
আমরা শুধু সিঁড়ি খুঁজে খুঁজে
পৌঁছাতে চাই মন্থনের কাছে

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply