Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

এবার আমার উমা এলে

এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
আমায় বলে বলবে লোকে মন্দ,
আমায় বলে বলবে লোকে মন্দ
কারো কথা শুনবো না।
এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
এবার আমার উমা এলে।।
যদি আসে মৃত্যুঞ্জয়
উমা নেবার কথা কয়,
যদি আসে মৃত্যুঞ্জয়
আমার উমা নেবার কথা কয়,
মায়ে ঝিয়ে করবো ঝগড়া,
মায়ে ঝিয়ে করবো ঝগড়া
জামাই বলে তখন মানবো না।
এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
এবার আমার উমা এলে।।
দ্বিজরাম প্রসাদ কয়
এ দুঃখ কি প্রাণে সয়,
দ্বিজরাম প্রসাদ কয়
আমার এ দুঃখ কি প্রাণে সয়,
শিব শ্মশানে মশানে ফেরে
শ্মশানে মশানে ফেরে
ঘরের ভাবনা ভাবেনা।
এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
আমায় বলে বলবে লোকে মন্দ,
আমায় বলে বলবে লোকে মন্দ
কারো কথা শুনবো না।
এবার আমার উমা এলে
আর উমায় পাঠাবো না,
এবার আমার উমা এলে।।

ebar amar uma ele lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply