Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.

— Benjamin Franklin

ব্যাবিলনের শুন্যেদান আর চীনের মহা প্রাচীর

ব্যাবিলন | BABYLON – CONDROPITH | Official Music Video.

ব্যাবিলনের শুন্যেদান
আর চীনের মহা প্রাচীর
আমি কিচ্ছু দেখে আশ্চর্য হইনা
নিজেকে দেখে

আমি স্থির আছি,আমি তোরি আছি,
তোকে ভালোবাসে আগের মতন

চারিদিকে দেখি হায়
কিচ্ছু চেনা যায়না
শুধু চিনি আমার আমাকে।(২)

শুধু চিনিনা আমি তোকে
কিচ্ছু বোঝা বড় দায়।
চিনি অন্য রকম আমি আমাকে।

আমি স্থীর আছি,আমি তোরি আছি
তোকে ভালবাসে,আগের মতন

শ্রাবণো গগণো মেঘে
ঘন মেঘে রোদ্দুরে
আকি মনে রুপ রেখা তোর
আকি মনে রুপ রেখা তোর

অন্তর জুড়ে শুধু তোরি ধ্যান
ভাল্লাগেনা মিছে ঘ্যান ঘ্যান
নতুনের ভোরে হবে সূর্য স্নান
অচলের পথ চলা তোরি কারণ

আমি স্থীর আছি,আমি তোরি আছি
তোকে ভালবাসি,আগের মতন

ব্যাবিলন | BABYLON – CONDROPITH | Official Music Video.

This is our second single track “ব্যাবিলন” from our first album “তিমির যাত্রী”

Copyright © 2022 Condropith Official. All Rights Reserved

Lyrics & Tune – Kanai Nobokanto

▪ Vocal – Rasel Ahmed
▪ Guitar – Mahraj Shihab
▪ Guitar – Riyad Uddin
▪ Bass – Dipta Bhowmik
▪ Drums – Shovon Mojumder

▪ Band Manager – Samin Shahriar
▪ D.O.P – Adnan Sarwar.
▪ On Camera – Rahman Ratul.
▪ Cast – Shakil Khan.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply