If you don’t set goals, you can’t regret not reaching them.

— Yogi Berra

আমার মাথায় যত চুল

বিধি রে… বিধি… ও বিধি… ও… ও বিধি

আমার মাথায় যত চুল

তার চেয়ে বেশি হইল ভুল।
আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।
সামনে নদী… সামনে নদী
ডাইনে বাঁয়ে দুই পাশে দুই কুল
সামনে নদী.
ডাইনে বাঁয়ে দুই পাশে দুই কুল।
আমি কোন কুলেতে পাড়ি দেব
কোনটা আমার কুল?
আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।

ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি?
বুক পোড়ানো আগুন দিয়া
মন কেন রে তুই দিলি?

ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি?
বুক পোড়ানো আগুন দিয়া
মন কেন রে তুই দিলি?
কোনটা মিথ্যা কোনটা সত্য,
কোনটা রে তোর আসল তত্ব?
বলে দে না মূল।
আমি কোন কুলেতে পাড়ি দেব
কোনটা আমার কুল?
আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।

নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর
কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর

নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর
কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর
জন্ম হইল আজন্ম পাপ
বিনা দোষে পাইলাম না মাপ কান্দিয়া
ব্যাকুল। আমি কোন কুলেতে পাড়ি দেব
কোনটা আমার কুল?

আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল।
বিধি রে… বিধি… ও

বিধি… ও… ও বিধি।

Amar Mathay Joto Chul lyrics Video Song | Fazlur Rahman Babu | Jolly | Bengali Movie 2017

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply