ওই যে নীল আকাশের ছায়।
উথাল পাথাল মাঝ দরিয়ায়।
মায়ার বাঁধন সুখের কাকন ভেঙে হয়েছে উধাও।
মাঝি ভাসাইও না,ভাসাইও না তোমার সাধের নাও।
যে প্রাণ পাখি গিয়েছে উড়ে।
আসবে কি সে সংসারে ফিরে।
মায়ার বাঁধন সুখের কাকন ভেঙে হয়েছে উধাও।
মাঝি ভাসাইও না ভাসাইও না তোমার সাধের নাও।
অভাগা বাবলু বলে,মিথ্যে মায়ার লোনা জলে।
সারাজীবন বইঠা ঠেলে ঠাঁই পেলি না হৃদয় কুলে।
মায়ার বাঁধন সুখের কাকন ভেঙে হয়েছে উধাও।
মাঝি ভাসাইও না ভাসাইও না তোমার সাধের নাও।
ভাটিয়ালি গান বাবলু বাউরী
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1