Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

আমার বন্ধু দয়াময়

RadhaRaman Dutta – Amar Baondhu Doyamoi (Momtaz Begum)

রাধারমন দত্ত – আমার বন্ধু দয়াময় (মমতাজ বেগম)

আমার বন্ধু দয়াময়,
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার,
জীবন কেমনে রয়, বন্ধুরে?

কদম ডালে বইসারে বন্ধু,
ভাঙ্গ কদম্বের আগা,
শিশুকালে প্রেম শিখাইয়া,
যৌবনকালে দাগা রে।

তমাল ডালে বইসারে বন্ধু,
বাজাও রঙের বাশি,
সুর শুনিয়া রাধার মন,
হইলো যে উদাসি রে।

ভাইবে রাধারমন বলে,
মনেতে ভাবিয়া,
নিভা ছিল মনের আগুন,
কে দিল-ই জ্বালাইয়া রে?

amar bondhu doyamoy lyrics RadhaRaman Dutta – Amar Baondhu Doyamoi (Momtaz Begum)

রাধারমন দত্ত – আমার বন্ধু দয়াময় (মমতাজ বেগম)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply