Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

এ জীবনে কখনও নিশা, কখনও বা নিশি🔥

নিশাকে ভুলিনি আজও
আমার জ্যোৎস্নার প্রান্তর জুড়ে সে থাকে
চাঁদ না এলে নিজস্ব প্রদীপ জ্বেলে তাকে দেখি

আমার চৈতন্য ঘিরে আছে অনুজ্জ্বল কয়েকটি জোনাকি
বিষাদ পাড়ায় যদি ডেকে ওঠে পাখি
কাঙ্ক্ষিত ভোরের স্বপ্নে তবে জেগে উঠি

এ জীবনে কখনও নিশা, কখনও বা নিশি
অমা যোগ করে দিলে অন্ধকার গাঢ় হয়ে ওঠে
দূরে কাছে যতদূর হাত যায় ছুঁয়ে ছুঁয়ে দেখি
যে ভাষার অনুবাদ হয় না কখনও
যে ভাষা চিরদিন অনুচ্চারিত থেকে যায়

অথচ এক সম্মোহন থাকে
আত্মরতির আয়নায় তারই মুখ ভাসে
সমস্ত গোধূলি জুড়ে আয়োজন চলে
অদৃশ্য পর্দাগুলি সরে সরে গেলে
মুখোমুখি বসি

আমাদের ধন নেই, ধান নেই
তবুও নিষ্ফল মাঠজুড়ে অদ্ভুত আরাধ্য নিধি
অলৌকিক শস্য চাষ করে
আমরা শুধু শব্দ সাজাই রহস্যময়ী নিশার চারিপাশে
শব্দে শব্দে নিশা জ্বলে….

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply