আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে

— – সংগৃহীত, – সংগৃহীত

বোলোনা রাধিকা তাকে

বোলোনা রাধিকা তাকে ।
যেও না, যেও না প্রিয় ।
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিও ।
বোলোনা রাধিকা তাকে ।
যেও না, যেও না প্রিয় ।
যেমনও বনেরও লতা
বসন্ত চলে গেলে,
যেন বা মনেরও কথা
বধূয়া গিয়েছে ভুলে ।
যতটুকু মনে আছে
ততটুকু সাথে নিও ।
বলো না রাধিকা তাকে ।
যেও না, যেও না প্রিয় ।
অযথা দুরাশা যদি
খুঁজে ফেরে হারানিধি
ছলনারও গতিবিধি
ভাঙে হৃদি তা জানিও ।
বোলোনা রাধিকা তাকে ।
যেও না, যেও না প্রিয় ।
চলে যেতে চায় সে যদি
চলে তাকে যেতে দিও ।

bolo na radhika take lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply