Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

বিষণ্ণপুর

 তৈমুর খান

গ্রামটি বিষণ্ণপুর হয়ে যাচ্ছে বলে
মানুষেরা মাছরাঙা
কিছু কিছু মাছ অথবা মাছের মতো কিছু
শিকার করছে চোখের জলে

হৃদয় থাকে না এখানে
শুধু তার ভাষা পড়ে থাকে ধুলোয়
ম্রিয়মান কবিরাই ভাষা খুঁজতে আসে
কী করবে এত ভাষা? উড়িয়ে দেয় কুলোয়

পাতা পাতা উড়ে যাচ্ছে ঘুম, ঘুমের অভিষেক
নিঃঝুমের ঘরদোর পড়ে আছে
উঠোনে তার ভাঙা বাঁশি, নিঃসঙ্গ বিষহরি

আলোর বিকেল খেয়ে ভেসে যাচ্ছে মেঘ
দুয়ার কেউ আগলে রাখে না
ভয় এসে ঢোকে আর বের হয়
কার নারী কার সঙ্গে গেছে
ইচ্ছে আর অনিচ্ছে সব একসঙ্গে শোয়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply