যখন চাঁদ ঘুমিয়ে পড়ে
আঁধার আকাশটাকে ফেলে
শুধু আমি জেগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেন কোথায়
জানি এই রাত শেষে
ফিরবে না তুমি আর
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখ
এখনও আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার
এই শরীরে
আমার ছোঁয়া কি পাও
বৃষ্টির সাথে আনমনে?
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে
ডাকি না কাউকে যে
পড়ি না আর সেই কবিতা
দেখি না যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে
বন্দী আমি যেন একা
তবুও কেন যে আসে
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে
তোমার হাসি শুনি
হোও…
মেঘের দেশে কি এখনও তুমি
হারাও আনমনে?
কবিতা কি লেখো
এখনও আমায় ভেবে?
anmone lyrics – Aurthohin bassbaba sumon
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1