To live is the rarest thing in the world. Most people exist, that is all.

— Oscar Wilde

শোন গো দক্ষিণো হাওয়া

শোন গো দক্ষিণো হাওয়া
প্রেম করেছি
আমি৷
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি
আমি৷
মনেতে লুকনো ছিল সুপ্ত যে
পিয়সা৷
জাগিল মধু লাগনে বাড়ালো
কি আশা৷
উতল করেছে মোর,আমারি
ভালবাসা৷
অনুরাগে প্রেম শরীরে ডুব
দিয়েছি আমি৷
দহনো বেনাতে আমি
প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা
শরতের শশী৷
রতিগো হেমন্তে মায়া
শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা
বিলাসী,
শোনগো মধুর হাওয়া
প্রেম করেছি
আমি৷
লেগেছি চোখেতে নেশা
দিক ভুলেছি আমি৷

shono go dokhino hawa lyrics sachin dev burman

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply