The moment you accept what troubles you’ve been given, the door will open.

Joint Recruitment Test for 7 banks and Financial Institutions Solution

Name of the Post: Senior Officer

বাংলা সমাধান

  1. “সন্তরণ’ শব্দের প্রমিত উচ্চারণ হলো __ শন্তরোন্‌
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ-র ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো _ Night of no moon
  3. “তখন রতন ধুলায় পড়িয়া তাঁহার পা জড়াইয়া ধরিয়া কহিল,” দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার ছুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না” বলিয়া এক দৌড়ে সেখানে হইতে পলাইয়া গেল ।”-উদ্ধৃতিতে অনুপস্থিত সেমিকোলন ও ড্যাসের সংখ্যা যথাক্রমে _ ১টি ; ১টি
  4. ‘অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ __ বহুবীহি
  5. বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট “আলকাপ’ হলো এক প্রকার __ পালাগান
  6. যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই __ নুৎফউন্নেসা
  7. মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে __
    স্বরতন্ত্রী
  8. বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো _
    খুব
  9. তুলনা বোঝাতে নিচের যে বাক্যে “না” ব্যবহৃত হয়েছে __ ছেলে তো না, একটা বিচ্ছু
  10. ‘নাতিশীতোষ্ণমন্ডল’ শব্দে মোট অক্ষরের সংখ্যা –
    ৭টি
  11. নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ __ কলম পেষা
  12. নিচের যে বানানটি অশুদ্ধ _ ভূমিধস
  13. “বসুন্ধরা’ শব্দের সমার্থক শব্দযুগল _
    বসুমতী, অনস্তা
  14. কবি শাহ মুহম্মদ সগীরের “শাহ’ উপাধি থেকে অনুমান করা যায় যে _
    তিনি রাজকর্মচারি ছিলেন
  15. নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি __
    আজ তার পঞ্চাশতম জন্মবার্ধিক
  16. ‘Ameliorate’ _ এর বাংলা পরিভাষা হলো __
    উৎকর্ষ সাধন
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply