It is during our darkest moments that we must focus to see the light

— Aristotle

কালো জলে কুচলা তলে

Kalo Jole Kuchla Tole Lyrics (কালো জলে কুচলা তলে) Jhumur Song

Kalo Jole Kuchla Tole Song Lyrics In Bengali :
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

কালো জলে কুচলা তলে লিরিক্স – ঝুমুর গান :
Kalo jole kuchla tole dublo sonaton
Aaj sarana kal sarana pai je doroshon
Lodidhare chase bodhu michai koro ash
Jhirihiri baka lodi boiche baromash

kalo jole kuchla tole lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply