দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেইমতোন উড়াইলা আমার প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল | Doyal – Lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1