আমি জানছিলাম নি
ঐ রঙ্গে দিন যাবে রে
সুজন নাইয়া
পার করো দুঃখিনী রাধারে
তুমি তো সুজন নাইয়া
আমি তো গোয়ালের মাইয়ারে
ওরে নাইয়া…
তুমি নষ্ট করলা দুধের ভাণ্ড চইয়ারে
পার করো দুঃখিনী রাধারে
কুক্ষণে বাড়াইলাম পাও
খেয়া ঘাটে নাই মোর নাও রে
ওরে নাইয়া…
আমার খেওয়ানিরে খাইছে …(?)
সুজন নাইয়া
পার করো দুঃখিনী রাধারে
বিনোদা নন্দে কয়
প্রেমশেল খসিবার নয় রে ওরে নাইয়া
আমার প্রেমশেল খসিবে রাধা মরলে রে
সুজন নাইয়া
পার করো দুঃখিনী রাধারে
—————–
রাধারমণ দত্ত
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1