আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

আমার গলার হার খুলে নে ওগো ললিতে

আমার গলার হার খুলে নে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।
আমার হার প’রে আর কি ফল আছে গো,
প্রাণবন্ধু নাই ব্রজেতে।
গলার হার কি আর শোভা আছে,
যার শোভা তার সঙ্গে গেছে গো,
এখন কৃষ্ণ নামের মালা গেঁথে
দেনা আমার গলেতে।
আর বিসাখা নে হাতের বালা,
চম্পকা নে গলার মালা গো,
সুচিত্রা নে কানের পাশা
আশা নাই আর বাঁচিতে।
প্রাণের বন্ধু যদি আসে দেশে
বলিস্‌ তোরা বন্ধুর কাছে গো,
রাই কৃষ্ণ শোকে প্রাণ ত্যজেছে যমুনার জলেতে।

amar golar har khule ne lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply