অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো

Asen Shyam | Audio Song | Folk Lok | Jayati Chakraborty

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
ও কীরূপ দেখি নয়ন মুদিয়া লো

ওই কালার বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম


শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী লো
আর দেখিয়া আড় নয়নখানি
কী হলো আজ কানুর গো

এ কী ভাব বৃন্দাবনে গো
দেখি নাই ভাই ত্রিভূবনে
হংস কহে সদানন্দের
চরণ রেখো মাথে গো

Song: Asen Shyam
Album: Folk Lok
Artist: Jayati Chakraborty

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply