Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe.

— Albert Einstein

তোমার পিছু ছাড়বো না Tomar Pichu Charbo Na

Song: Tomar Pichu Charbo Na
Singer: Nahid Hasan
Lyrics, Tune & Music: Autumnal Moon
.
হতে পারে কোন রাস্তাই,
কোন হুক তুলা এক রিকশাই,
আমি নিল ছাতা নিয়ে দারাই
তুমি ডাকলে না।
রোদে পুড়ে এই রঙ্গিন চেহারা
তুমি বুজলে না আমার ইসারা
মন বলে যদি থামতে
তুমি থামলে না।
তোমার জুলিয়েট হাসি হেঁসে
যদি ডাকতে ভালবেসে
আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না…
আমার চড় শড়কাই শরীরে
তোমার হাওয়াই লাগছে ফুল ফুঁরে
প্রেম নাকি পাগলামি?
বলতে পারব না।
লোকে পাগল বলুক, মাতাল বলুক
আমি… তোমার পিছু ছাড়বো না…,
লোকে পাগল বলুক, মাতাল বলুক
আমি… তোমার পিছু ছাড়বো না…,
তোমার পিছু ছাড়বো না…।
কোন কাক ডাকা এক সকালে,
তুমি বারান্দাই এসে দাঁড়ালে
আমি ছিদ্র খুঁজি দেয়ালে
তোমাই দেকব বলে……।
তুমি অদ্ভুদ এক খেয়ালে
কার লাল টিপ দেখি কপালে
হটাত আমার দিকে তাকালে
তোমার জুলিয়েট হাসি হেঁসে
যদি ডাকতে ভালবেসে
আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না…
আমার চড় শড়কাই শরীরে
তোমার হাওয়াই লাগছে ফুল ফুঁরে
প্রেম নাকি পাগলামি?
বলতে পারব না।
লোকে পাগল বলুক, মাতাল বলুক
আমি… তোমার পিছু ছাড়বো না…,
লোকে পাগল বলুক, মাতাল বলুক
আমি… তোমার পিছু ছাড়বো না…,
তোমার পিছু ছাড়বো না…।
নেমে চলো আজ পথে…
হাত রাখ এই হাতে
দু’জনে চলো জাই বহুদূর……
আমার গিটার এর সূরে
দোলা লাগে তোমার নূপুরে
উত্ততাল ডেও তোলে
দোলে হৃদয় সমুন্দর…।
তোমার জুলিয়েট হাসি হেঁসে
ডাকো একবার ভালবেসে
আমি তোমার চোখে তাকাব পলক পরবে না…
আজ আমার প্রেমিক শরীরে
তোমার হাওয়াই উড়ছে ফুর ফুরে
প্রেম এর পাগলামি তাকে লুকাব নালোকে পাগল বলুক, মাতাল বলুক
আমি… তোমার পিছু ছাড়বো না…,
লোকে পাগল বলুক, মাতাল বলুক
আমি… তোমার পিছু ছাড়বো না…,
তোমার পিছু ছাড়বো না…।

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply