কতদিন দেখিনি তোমায়তবু মনে পড়ে তব মুখখানিস্মৃতির মুকুরে মম আজতবু ছায়া পড়ে রানীকতদিন দেখিনি তোমায়কত দিন তুমি নাই কাছে,তবু হৃদয়ের তৃষা জেগে আছেপ্রিয় যবে দূরে চলে যায়সে যে আরও প্রিয় হয় জানিকতদিন দেখিনি তোমায়তবু মনে পড়ে তব মুখখানিহয়ত তোমার দেশে...