নিজের প্রশংসা করিও না । -27/53/2

— আল কোরআন

ফেরা

পাহাড় ঘেরা ছোট্ট গাঁয়ে
আম কাঁঠাল আর সেগুন ছায়ে
উঠোন জুড়ে ঝরবে মুকুল
গাঁথবে মালা অঙ্গনা।
উত্তরে সেই বন বাদাড়ে
বেতকাঁটা আর ঝোপে ঝাড়ে
ফুটবে আবার দাঁতরাঙ্গা ফুল
আমিই শুধু থাকবো না!

সহোদরদের কী সে খেয়াল
আঁচড় কাটা মাটির দেয়াল
হাততালিতে কাঁপবে বাড়ি
হর্ষধ্বনির মূর্চ্ছনা।
মুখর রবে ঘরগুলো সব
থামবে না সেই সুখ কলরব
আসবে যাবে অতিথি সব
আমিই শুধু আসব না

কালবোশেখী থেমে যাবে
সবাই মিলে আম কুড়াবে
কাঁচা আমের ঝাল চাটনি
মাখিয়ে নিয়ে ডাকবে মা।
মধুর সে ডাক কানে গেলেই
যে যেখানে যে খেয়ালেই
থাকুক তবু আসবে ছুটে
আমি আসতে পারব না!

তোমরা রবে আলোর ঘরে
আমি থাকব অন্ধকারে
তোমাদের সেই সুখের লেশও
আমার কাঁছে পৌছবে না।
আমায় কি আর থাকবে মনে?
নতুন কেউতো আমার ‘থানে!
চলবে ফিরবে তোমাদের “সে”,
আমিই শুধু ফিরব না।

Writer: শারমিন আখতার 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply