You, yourself, as much as anybody in the entire universe, deserve your love and affection.

— Buddha

ক্ষুদ্র লেখিকা


তুমি নিজেকে কবিতায় সাজাতে পারবে না গো
এই যে এক অগোছালো ধাঁধা
ছন্দে ছন্দে দাড়ি চিহ্নের ফাঁদ পাতা
তোমার মনের অস্থিরতার খোলা পাতা
হয়তো নিজ চেতনার মালা গাঁথা
সাহিত্যের দুয়ার অনেক ঊর্ধ্বে
বিস্তৃত এর শাখাপ্রশাখা
আমার তো সময় দিয়ে সময় কাটা
অল্পতে কলমের সামান্য আঁকাজোকা।
ভিড়ের মাঝে নিজেকে মনে হয় সাধারণ
কবিতো তারা,রচনায় যাঁদের বিষ্ময়কর আচরণ
কখনো অনুপ্রেরণা, নতুন দৃষ্টিকোণের আহবান
সাহিত্য জগতে তারা কতোই না মহান!
চেষ্টা অল্প কিছু অনুকরন,
নিজের মাঝে আবিষ্কার বাস্তবতার অনুসরণ
ভালোই লাগে অবসরে লেখা
ব্যস্ত সময়ে হবে কি আর দেখা?
যদি পারি করিবো আপন
না হয় বিদ্যাপীঠের ফাঁকে হবে হয়তো দূরদর্শন।
তাঁরা বাক্যে বাক্যে আমায় চমকিত করে
কেমন নীরস,ভারী তাদের বইয়ে ভাষা
ভাবি,কতোই না অমূল্য তোমাদের মেধা
আমার তো হয়নি নিজ ছুঁচে সুতো গাঁথা।
সেলাই করা যেন অনেক কঠিন
সব যেন মহত্ত্ব হতে মহত্ত্বের প্রতিযোগীতা
তাই আমি হয়তো থেকে যাবো,হয়ে অপরিচিতা।
তবুও লেখনী যেন আমায় শান্ত করে
আমেজের কমতিটা পূর্ন করে,
না হোক উন্মন্থন,বার বার কবিতায় আমার আগমন
পেছন ফিরে তাকালে আমার নিম্ন লেখনী
সহসা চোখে দিবে দেখা
সময়ের সাথে পরিবর্তনের ঠিকানা আজানা
তবুও আজ নিজের কাছে করি মনগড়া সাহিত্যের রচনা।

….
কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply