Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

আমার বেড়াবার কোনো জায়গা নেই

আমার বেড়াবার কোনো জায়গা নেই
চারিদিকে রক্তে ছয়লাপ হয়ে আছে
গার্হস্থ্য পিঁপড়েরা রক্ত চুষে চুষে
সারি বাঁধছে, মিছিল করছে এলাকা দখলের

ব্যঞ্জনা ছাড়াই একাকী বসে আছি
ধ্বংসের কল্লোলে শুধু তামাশার আহূতি
যুদ্ধবাজ জাহাজের নিরন্তর যাতায়াত
দু একটা পাথর মস্তিষ্ক ঝরনায় গড়াচ্ছে
শুনতে পাচ্ছি প্রেমের জাদুকর আসছে

নিজের দিকে তাকাতে তাকাতে পর্দা নামছে
রাতের বিহ্বল ময়ূর আর দানা খায়নি
ডাইনি হত্যার যাত্রাপালা থেকে
নাচ কিনতে এসেছে মিডিয়ার লোকেরা

আহা! আমার পতাকা নামানো থাকুক….
এখন ঘোর কোলাহল।

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply