Behind every atom of this world, hides an infinite universe.

চিনতে পারােনি

কবিতা – সুনীল গঙ্গোপাধ্যায়

যে-কোনো রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো,
তুমি আমার বাল্যকালের খেলার সঙ্গী,
মনে পড়ে না?
কেন তোমার ব্যস্ত ভঙ্গি ?
কেন আমায় এড়িয়ে যাবার চঞ্চলতা!
আমার অনেক কথা ছিল, তােমার জামার বােতাম ঘিরে
অনেক কথা
এই মুখ, এই ভূরুর পাশে চোরা চাহনি,
চিনতে পারােনি?
যে-কোনো রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো,
আমি তােমার বাল্যকালের খেলার সঙ্গী
মনে পড়ে না ?
আমরা ছিলাম গাছের ছায়া, ঝড়ের হাওয়ায় ঝড়ের হাওয়া
আমরা ছিলাম দুপুরে রুক্ষ
ছুটি শেষের সমান দুঃখ-
এই দ্যাখো সেই গ্রীবার ক্ষত, এই যে দ্যাখো চেনা আঙ্গুল
এখনো ভুল ?
মনে হয় না তােমার সেই নিরুদ্দেশ সখার মতো ?
কেন তোমার পাংশু, চিবুক, কেন তােমার প্রতিরােধের
কঠিন ভঙ্গি
চিনতে পারেনি ?
যে-কোনাে রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো,
শত্রু; নই তাে, আমারা সেই ছেলেবেলার খেলার সঙ্গী
মনে পড়ে না ?
আমরা ছিলাম নদীর বাঁকে ঘূর্ণিপাকে সন্ধেবেলা
নিষিদ্ধ দেশ, ভাঙা মন্দির, দু’ চোখে ধোঁয়া
দেবী মানবীর প্রথম দ্বিধা, প্রথম ছোঁয়া, আমৃত্যু পণ
গােপন গ্রন্থে এক শিহরণ, কৈশােরময় তুমুল খেলা…
লুকোচুরির খেলার শেষে কেউ কারোকে খুঁজে পাইনি
দ্যাখো সে মুখ, চোরা চাহনি
একই আয়না
চিনতে পারো না ?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0