ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

আজ দুঃখ ভোলার দিন

শিল্পী: আহমেদ রাজিব।
আজ দুঃখ ভোলার দিন
আজ মন হবে যে রঙ্গিন
আজ প্রাণ খুলে শুধু গান হবে
সুখ হবে সীমাহীন…
চলো দুজনে আজ হারিয়ে যাই
ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে
গাই সুখেরি গান
আজ নেইতো পিছুটান।
পাখিরা গান করে আজ
নদীতে ঢেউ
হাতে হাত রেখে হাঁটি
জানবে নাতো কেউ
তুমি বল হাঁটতে তোমার ভালোলাগেনা।
চলো দুজনে আজ হারিয়ে যাই
ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে
গাই সুখেরি গান
আজ নেইতো পিছুটান।
আকাশে মেঘ জমেছে
ঝরছে অঝর
দূরে কেন কাছে এসো
ভাবছো মিছে পর
তুমি বল বাইরে তোমার
মন বসে না।

aj dukkho volar din lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply