১। NATO বর্তমান সদস্য ৩০ টি !সর্বশেষ উত্তর মেসিডোনিয়া (২৭/০৩/২০২০)যা জানা লাগে:এটি সামরিক জোট! প্রতিষ্ঠা ৪ এপ্রিল,১৯৪৯! প্রতিষ্ঠাতা সদস্য -১২!সদস্য ৩০টির মধ্যে ২৭টিই ইউরোপের,২ উত্তর আমেরিকার( যুক্তরাষ্ট্র ও কানাডা),এশিয়ার তুরস্ক!
NATO= North Atlantic Treaty Organization.
সদর দ: ব্রাসেলস,বেলিজিয়াম!
।
NAM এর ১৯তম সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছেঃ উগান্ডা
অনুষ্ঠিত হবেঃ(২০২৩ সালে)
২।আগামী এক বছরের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (IDB) বোর্ড অব ডিরেক্টরর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলো “বাংলাদেশ”।
৩।ম্যাগসেসে পুরস্কার ২০২১ পেয়েছেন- ড. ফেরদৌসী কাদরী
৪।
জামুকার ৭৫তম সভায় আরো ২১জন বীরঙগনা কে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমান মোট বীরঙগনা ৪৩৮জন।
৫।New Development Bank (NDB) এর নতুন সদস্য হয়েছেঃবাংলাদেশ।গত ২০ আগষ্ট NDB এর সভায় বাংলাদেশ কে আনুষ্ঠানিকভাবে সদস্য হিসেবে নির্বাচিত করেছে।
২০ আগষ্টের সভায় বাংলাদেশ সহ আরো যে দুটি দেশ কে NDB এর নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশ দুটি হলোঃ
◼ সংযুক্ত আরব আমিরাত।
◼উরুগুয়ে।
NDB সম্পর্কে কিছু তথ্যঃ
⚫ ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে:২০১৫ সালের জুলাই।
⚫সদর দপ্তর অবস্থিতঃ চীনের,সাংহাই।
⚫ ব্যাংকটি গঠন করে যে দেশগুলোঃ
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই ৫টি দেশের সমন্বয়ে গঠিত হয় জোট “ব্রিকস”
( নিউ ডেভেলপমেন্ট ব্যাংক) গঠন করে।
⚫ এর সদস্য সংখ্যা: ৮টি দেশ।
⚫সদস্য দেশসগুলোঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে।
বিশেষ দ্রষ্টব্যঃ
ব্রিকসের সদস্য নয় কিন্তু New Development Bank এর সদস্য এমন ৩টি দেশ হলোঃ
◼বাংলাদেশ,
◼ সংযুক্ত আরব আমিরাত,
◼উরুগুয়ে
বর্তমানে সার্কের মহাসচিব হলেনঃএরসলা উরাকুন
১৪তম মহাসচিব(শ্রীলংকা)
৬।চীন তিন সন্তান নীতি ঘোষণা করে ৩১মে২০২১।
তিন সন্তান নীতি আইন পাশ করে ২০ আগষ্ট ২০২১।
৭।একনজরে ঢাকা মেট্রোরেল প্রকল্পঃ
১। অফিশিয়াল নেম:
Mass Rapid Transit line-6 (MRT)।
২। দূরত্বের অবস্থান:
পল্লবী থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ( উত্তরা -মতিঝিল) রোডে তৈরি হবে এ মেট্রোরেল প্রকল্প
৩।মেট্রোরেল লাইন
= ৬ প্রকল্প এবং বাস রেপিড ট্রানজিট প্রকল্প( BRT)
বাস্তবায়ন করতেছে
=ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথনিরটি (DTCA)। সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে
: জাপানের জাইকা
৪। দৈর্ঘ্য
= ২০.১কি.মি
৫। মোট স্টেশন
= ১৬ টি।
৬। মেট্রো রেলের মোট রুট
=৬টি
৭। যাত্রী ধারণক্ষমতা:
=উভয়দিকে প্রতি ঘন্টায় 60 হাজার।
৮। উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সময় লাগবে –
=৩৭ মিনিট
৯। সর্বোচ্চ গতিসীমা
=১০০ কিলোমিটার।
৮।বাংলাদেশের মোট উপজেলা কতটি?
ক.৪৯৪টি
খ.৪৯৩টি
গ.৪৯৫টি√√
ঘ.৪৯৬টি
২৬ জুলাই ২০২১ NICAR-এর ১১৭তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
ক.ইদগাঁও,কক্সবাজার
খ.ডাসার,মাদারীপুর
গ.মধ্যনগর,সুনামগঞ্জ
ঘ.ওপরের সবগুলো√√
৯।.বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র কতটি?
ক.২৭টি
খ.২৮টি√√
গ.২৯টি
ঘ.৩০টি
১০।.বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি?
ক.তুলা√√
খ.তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
গ.ডিজেল
ঘ.ফার্নেস অয়েল
১১।.মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত?
ক.৪৭জন
খ.৪৮জন
গ.৪৯জন√√
ঘ.৫০জন
১২। ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক।অনুষ্ঠিত হয় – ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০২১।
❖ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক।যে স্থানে অনুষ্ঠিত হয় – টোকিও, জাপান।
❖ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে শীর্ষ পদকজয়ী দেশ – যুক্তরাষ্ট্র।
❖ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে দ্রুততম মানব – মার্সেল জ্যাকবস (ইতালি)।
❖ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে দ্রুততম মানবী – অ্যালেইন থম্পসন হেরাহ (জ্যামাইকা)।
১৩।
❖ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ – চীন।
❖ বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।।
❖ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ – চীন।
❖ একক দেশ হিসেবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান – ৩য়।
❖ একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।
❖ একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ – চীন।
❖ একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।
❖ একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান – ৬ষ্ঠ।
১৪।
কৃষি খাতের অবদানের হার – ১৩.৪৭%।
❖ শিল্প খাতের অবদানের হার – ৩৪.৯৯%।
❖ সেবা খাতের অবদানের হার – ৫১.৫৩%।
১৫।
❖ সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে – ১৫ আগস্ট ২০২১ ।
১৬।
❖ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন – নরেন্দ্র মোদি ।
১৭।
❖ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০ যে দেশের তৈরি – রাশিয়া
১৮।
২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় – ২৯ জুলাই থেকে ২ আগস্ট ২০২১।
❖ ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয় – মন্ট্রিল, কানাডা।
১৯।
পদ্না সেতুর ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হয় কবে?
ক.৫ ডিসেম্বর ২০২০
খ.৮ ডিসেম্বর ২০২০
গ.৯ ডিসেম্বর ২০২০
ঘ.১০ ডিসেম্বর ২০২০√√